মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জুয়া খেলার সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়ারিকে আটক করেছে র্যাব-১২। আটককৃত জুয়ারীরা প্রত্যেকে উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা। তারা হলেন, খাইরুল ইসলাম (৩৯), ফারুক হোসেন (৩৫), সোহেল রানা (৩৪), হুমায়ন কবির (৪৬), মোঃ সাগর (২৮), মোঃ সুমন (৩৩) ও আব্দুল খালেক (৪০)।
র্যাব-১২ বগুড়া সোমবার রাত আনুমানিক ১১ টায় উপেজলার মহাস্থান পূর্বপাড়া থেকে তাদের আটক করে।
মঙ্গলবার র্যাব-১২ বগুড়া এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই জুয়ায় আসক্ত। প্রতিদিন তারা ঐ স্থানে জুয়ার আসর বসায়।
এ সময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও নগদ ১২ হাজার ১০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় প্রচলিত আইনে মামলা করে হস্তান্তর করা হয়েছে।