বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম তিন টি-২০তে কোনোভাবেই সাফল্যের সূত্র খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। তবে চতুর্থ ম্যাচে এসে অবশেষে সাফল্যের দেখা পেয়েছে অজিরা। টাইগারদের বিপক্ষে তিন উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে ম্যাথু ওয়েডের দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নয় উইকেটে ১০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই লক্ষ্য ৬ বল হাতে রেখেই পেড়িয়ে যায় সফরকারীরা।
অস্ট্রেলিয়ার হয়ে রান তাড়া করতে নামেন ম্যাথু ওয়েড ও বেন ম্যাকডারমট। ইনিংসের প্রথম ওভারেই ওয়েডকে ফিরিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন মাহেদী। সাকিবের করা ইনিংসের চতুর্থ ওভারে পাঁচটি ছক্কা হাঁকান ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। এখানেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ।
তবে হাল না ছাড়ার মানসিকতায় পরের দুই ওভারে ম্যাকডারমট ও ক্রিশ্চিয়ানকে সাজঘরে ফেরান নাসুম ও মুস্তাফিজুর রহমান। এই দুই ব্যাটসম্যান করেন যথাক্রমে ৫ ও ৩৯ রান।