নভেম্বর ২০১৯। বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট কোহলি। সেই শেষ। এরপর থেকে ব্যাট হাসলেও সেঞ্চুরির দেখা পাননি ভারতীয় অধিনায়ক। চলমান ইংল্যান্ড সফরে সেই ব্যাটের হাসিটাও মিলিয়ে গেছে। কোহলির দুঃসময় যেন ঘনীভূত হয়েছে আরও।
লর্ডসে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বড় রান করতে ব্যর্থ ভারতীয় অধিনায়ক। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ধরা পড়ছেন উইকেটের পেছনে। এমন সব ব্যর্থতার পর এ বার তাঁর ব্যাটিং কৌশল নিয়েই প্রশ্ন তুলে বসলেন সুনীল গাভাস্কার।
লর্ডসে দ্বিতীয় ইনিংসে যখন ক্রিজে এসেছেন, তখন দ্রুত দুই উইকেট হারিয়েছে ভারত। তবে কোহলির ব্যাটিং দেখে তা বোঝা মুশকিলই ছিল। শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ফলও ভুগতে হয়েছে। স্যাম কারানের করা অফ স্টাম্পের অনেক বাইরের বলে খোঁচা মেরে ক্যাচ দিয়ে বসেন কোহলি।
এরপরেই সম্প্রচারকারী চ্যানেলে বিরক্ত গাভাস্কার বলেন, ‘টেস্টে ওর রান ৮০০০-এরও বেশি। আর এটা এসেছে নির্দিষ্ট একটা প্রক্রিয়া অনুসরণ করেই। কিন্তু ইদানীং আবার সেই বাইরের বলে খোঁচা দেওয়ার অভ্যাস ফিরে এসেছে ওর, সেটাও আবার ইনিংসের শুরুর দিকে।’
তার ফুটওয়ার্কসহ কৌশল নিয়েই প্রশ্ন তুলে বসেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি। বলেন, ‘ওর পা থাকছে এক জায়গায়, ব্যাট থাকছে আরেক জায়গায়। আর তাতেই ওর পরিকল্পনা নিয়ে সন্দেহ হচ্ছে আমার। রান করবে বলে সবাই মাঠে নামে। কিন্তু একজন ব্যাটসম্যানের পরিকল্পনাই ওকে অন্য একজন থেকে আলাদা করে দেয়।’
গাভাস্কারের অভিমত, কোহলি নিজের বিপদ ডেকে আনছেন প্রতিপক্ষকে চাপে ফেলতে গিয়েই। তার ভাষ্য, ‘সব ব্যাটসম্যানেরই রান করার নিজস্ব একটা কৌশল থাকা উচিত। আর এটা কেবল টেস্টেই সম্ভব। দরকার হলে সনাতনী মানসিকতায় ফিরে যেতে হবে। রান করার জন্য প্রথাগত ক্রিকেট খেলতে হবে।’