১৩ আগস্ট ২০২২, ২৯ শ্রাবণ ১৪২৯, শনিবার, ঢাকা, বাংলাদেশ
আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের ভেতরে তালেবান যোদ্ধাদের অবস্থান।
আফগানিস্তানের নতুন সরকার কাঠামোয় নারীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। একইসঙ্গে দেশজুড়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে গোষ্ঠীটি।
তালেবান আতঙ্কে সাধারণ আফগান নাগরিকদের দেশ ছাড়ার হিড়িকের মধ্যে মঙ্গলবার (১৭ আগস্ট) এই ঘোষণা দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এপি।