ফিলিপাইনের ১৭তম সিনেমায় ফিলিপাইন চলচ্চিত্র উৎসবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। আগামী ২২-২৪ আগস্ট তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে দেখানো হবে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্রটি।
বুধবার (১৮ আগস্ট) ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, কালচারাল সেন্টার অফ ফিলিপাইন ও ফিলিপাইনের সিনেমালয় ফাউন্ডেশনের যৌথভাবে আয়োজিত ১৭তম সিনেমালয় ফিলিপাইন চলচ্চিত্র উৎসবে আগামী ২২-২৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্রটির নাম ‘বঙ্গবন্ধু : ফরএভার ইন আওয়ার হার্টস’।
বাংলাদেশ দূতাবাসের মুজিববর্ষের কার্যক্রমের অংশ হিসেবে ফিলিপাইনের সেন্ট বেনিল বিশ্ববিদ্যালয়ের ডিজাইন ফাউন্ডেশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক টিমোথি ডাকানেয় ও তার দল প্রামাণ্যচিত্রটি ফিলিপিনো ভাষায় রূপান্তর করেন। ফিলিপিনো ভাষায় প্রামাণ্যচিত্রটির শিরোনাম হচ্ছে ‘বঙ্গবন্ধু : নাসা পুসো নেশান মেগপেকাইলমেন’।
উৎসবে এলাইড স্ক্রিনিং বিভাগে বাংলাদেশের এই প্রামাণ্যচিত্রটির পাশাপাশি জাপান ও মেক্সিকোর দুটি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে।
মাসব্যাপী আয়োজিত এই চলচ্চিত্র উৎসবটি অনলাইন প্ল্যাটফর্মে গত ৬ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী দর্শক https://cinemalaya.org/events/allied-screenings-bangladesh-bangabandhu-forver-in-our-hearts/ লিংকে প্রবেশ করে প্রামাণ্যচিত্রটি উপভোগ করতে পারবেন।