ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বুধবার (১৮ আগস্ট) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন নারী হকি প্রশিক্ষণ ও প্রতিযোগিতা-২০২১’। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে যা চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশ হকি ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটি ও ক্রীড়া পরিদপ্তরের যৌথ আয়োজনে ১৮ থেকে ২৫ আগস্ট পর্যন্ত চলবে প্রশিক্ষণ কার্যক্রম। এরপর শুরু হবে মূল প্রতিযোগিতা। গতকাল বুধবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম। যেখানে ইতোমধ্যে ৪২ জন অংশ নিয়েছে। আরও ৩ জন অংশ নিবেন।
এ বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনকারী বাংলাদেশ হকি ফেডারেশনের কোচ হাসান রনি রাইজিংবিডিকে বলেন, ‘গতকাল থেকে শুরু করেছি প্রশিক্ষণ। আজ থেকে দুই সেশনে হচ্ছে প্রশিক্ষণ। সকালের সেশন শুরু হয় সাড়ে ৭টায়। আর বিকেলের সেশন শুরু হয় সাড়ে ৩টায়। ২৫ আগস্ট পর্যন্ত এভাবেই চলবে।’
প্রশিক্ষণে অংশ নেওয়া জাতীয় দলের ও বাছাইকৃত ৪৫ জন নারী হকি খেলোয়াড়কে দুটি দলে ভাগ করে ২৬ আগস্ট থেকে প্রতিযোগিতা শুরু হবে।
প্রতিযোগিতার দুটি দলের একটির নাম নির্ধারণ করা হয়েছে মরহুম মাহমুদুর রহমান মোমিন একাদশ ও অন্যটির নাম মরহুম শামসুল বারী একাদশ।
প্রশিক্ষণ শেষে দুটি দল মোট পাঁচটি ম্যাচ খেলবে। ২৬ আগস্ট প্রথম ম্যাচ হওয়ার পর ২৭ আগস্ট হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ২৯, ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর হবে বাকি ম্যাচগুলো। পাঁচ ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচে জয় পাওয়া দলকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিটি ম্যাচ বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।
এই প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।