রিপন মাহমুদ, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের সদর থানায় বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, ১১ আগস্ট বুধবার রাত ৩টার দিকে শহরের ডক্টরস্ কোয়ার্টারে ঘটিত দুর্ধর্ষ্য দস্যুতার ঘটনায় খুলনার টুটপাড়ার মাওলার বাড়ি এলাকা থেকে আব্দুর রহমান পেয়াদার পুত্র আবু হানিফকে গ্রেফতার করে তার কাছ থেকে ৩ হাজার টাকা, ৪টি মোবাইল, ৪৬টি মোবাইল সিম, ২৫টি চার্জার, ঘটনায় ব্যবহৃত ২টি হ্যাক্সোব্লেড সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশের বিশেষ টিম।
জানাগেছে, ঘটনার দিন রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে পিরোজপুরের জেলা হাসপাতালের ডক্টরস্ কোয়ার্টারে দস্যুরা গ্রিল কেটে ঘরে ঢুকে বাসার সবাইকে জিম্মি করে ৫২ হাজার টাকা, ২টি মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনাটি পিরোজপুরে টক অব দ্যা টাউনে পরিনত হলে পুলিশের বিশেষ অভিযানে ১৬ আগস্ট প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আবু হানিফ(৩৫)কে মালামালসহ গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে বরগুনা সদরের আঙ্গারপাড়ার মৃত আমির চৌকিদারের পুত্র করিম মোল্লা(২৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় বাদী পিরোজপুর সদর থানার মামলা নং ১২, তারিখ-১১/০৮/২১ খ্রিঃ, ধারা ৪৫৭/৩৮০/৩৯৪ দন্ডবিধিতে মামলা দায়ের করেন।