২০ মে ২০২২, ৬ জ্যৈষ্ঠ ১৪২৯, শুক্রবার, ঢাকা, বাংলাদেশ
বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে করোনাকালে আটকে পড়া আরও ২২ জন বাংলাদেশী ও থাই নাগরিক দেশে পৌঁছেছে। ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় গতকাল ২৮ আগস্ট বিমানের এক বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। সুবর্ণভূমি বিমানবন্দরে আটকে পড়া এসব যাত্রীদের বিদায় জানান ব্যংককে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ব্যাংকক-ঢাকা রুটে মোট ১৭টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।