১৬ মে ২০২২, ২ জ্যৈষ্ঠ ১৪২৯, সোমবার, ঢাকা, বাংলাদেশ
চুয়াডাঙ্গার উথলিতে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে বগি চারটি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যেই উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে নাটোরের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটি চুয়াডাঙ্গার উথলিতে পৌঁছালে চারটি বগি লাইনচ্যুত হয়।
তিনি জানান, খুলনা-ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সুবিধার জন্য তেলবাহী ট্রেনটিকে পাশের লাইনে রাখা হয়। সুন্দরবন এক্সপ্রেস চলে যাওয়ার পর তেলবাহী ট্রেনটি মূল লাইনে আনতে গেলে চারটি বগি লাইনচ্যুত হয়।