শেখ মোস্তফা জামান, গোপালগঞ্জ প্রতিনিধি:
এবার গোপালগঞ্জে মঞ্চায়িত হলো ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নির্মম ঘটনার উপর নির্মিত নাটক ‘অভিশপ্ত আগস্ট’।
রবিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে নাটকটি ২৪ তম বারের মত জেলা শিল্পকলা একাডেমি শেখ মনি অডিটোরিয়ামে মঞ্চায়িত হয়। নাটকটিতে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, টুঙ্গিপাড়া পৌর মেয়র মোজাম্মেল হক টুটুল, মুকসুদপুর পৌর মেয়র আতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, অতিরিক্তি পুলিশ সুপার আবদুর রহমান, জনপ্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ অনেকে।
নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং নাটকটি রচনা ও নির্দেশনা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ পরিদর্শক মো: জাহিদুর রহমান। এ ইতিহাস নির্ভর নাটকে দেশ ও বঙ্গবন্ধুর জীবন কাহিনি ফুটে ওঠেছে।