বগুড়া অফিস:
বগুড়ার শেরপুরে প্রাচীনকালের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার গোঁড়তা গ্রামের একটি বসতবাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
ওসি শহিদুল ইসলাম বলেন, উপজেলার গোঁড়তা গ্রামে একটি পুকুর খনন করা হয়। আর সেই পুকুরে গোসল করতে নেমে ওই বিষ্ণু মূর্তিটি পান কিশোর সবুজ শীল। এরপর মূর্তিটি তার বাড়িতে নিয়ে যান। একপর্যায়ে ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানানো হয়। পরে চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম ও আমি সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া কালো পাথরের ওই মূর্তির ওজন সাত কেজি ৩০০ গ্রাম।
তিনি আরও বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এটিকে বিষ্ণুমূর্তি বলে নিশ্চিত করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে মূর্তিটি প্রতœতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর প্রক্রিয়াধীন। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।