মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ে মাওয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে চলাচলকারী অনিবন্ধিত স্পীডসমূহের রেজিস্ট্রেশন কার্যক্রমের অংশ স্পীডবোট চালকদের প্রশিক্ষণ কর্মশালা, পরীক্ষা গ্রহণ ও রেজিস্ট্রেশন প্রদান কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৩১ আগস্ট) দুপুরে আরিচা স্পীডবোট মালিক সমিতি’র সভাপতি’র কার্যালয়ে নৌ-পরিবহণ অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, নৌ-পরিবহন অধিদপ্তরের মহা-পরিচালক কমোডর আবু জাফর মো. জালাল উদ্দিন, (সি), পিসিজিএম, এনডিসি, পিএসসি, বিএন।
নৌ-পরিবহন অধিদপ্তরের চীপ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মো. মঞ্জুরুল কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নৌ-পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কাজী মুহাম্মদ আহসান, প্রকৌশলী ও জাহাজ জরিপকারক এবং অভ্যন্তরীন নৌযান রেজিষ্ট্রার মো. মাহবুবুর রশিদ, স্পীডবোট মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম খান এবং শিবালয় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণ কর্মশালা শেষে আরিচা ও কাজিরহাট এর চালকদের পরীক্ষা গ্রহণ ও স্পীডবোটের রেজিস্ট্রেশন প্রদান করা হয়। সর্বমোট ১৭৩ জন স্পীড বোট চালক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। পরীক্ষ শেষে উত্তীর্ণদের মাঝে সনদ প্রদান করা হবে। সনদধারী চালক ব্যাতিত কেউ কোন ধরণের স্পীডবোট চালাতে পারবে না বলে জানিয়েছে নৌ-পরিবহণ অধিদপ্তর।