উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ঈশ্বরগঞ্জে বিদেশে লোক পাঠানোর নামে জাল ভিসা দেখিয়ে টাকা না পাওয়ায় আদম বেপারির নেতৃত্বে বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্যাতিত আব্দুল হাই(৬০) বাদী হয়ে ১০ জনকে আসামী করে ময়মনসিংহ আদালতে ১২ আগস্ট একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি আদালতের নির্দেশে ২৭ আগস্ট ঈশ^রগঞ্জ থানায় এফআইআরভুক্ত হয়।
মামলার এজাহার ও সরেজমিনে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের হাসের আলগী গ্রামের আদম বেপারি জয়নাল মিয়ার (৪৮) সাথে একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাবুল মিয়াকে সৌদি আরবের এলকো কোম্পানিতে ক্লিনার পদে চাকুরি দেয়ার জন্য ৩ লক্ষ ৫০ হাজার টাকায় চুক্তি হয়। পরে আদম বেপারি জয়নাল মিয়াকে ২ লক্ষ ৩০ হাজার টাকা ও বাবুল মিয়ার পাসপোর্ট দেয় আব্দুল হাই। কিছুদিন পরে জয়নাল মিয়া ভিসার আবেদনের একটি অনলাইন (প্রিন্ট) কপি দেখিয়ে ভিসা চলে এসেছে বলে টাকার জন্য চাপ দিতে থাকে। আবার এও বলে যে ক্লিনারের ভিসায় যাওয়া যাবেনা রাজমিস্ত্রির ভিসায় যেতে হবে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় অন্য ভিসায় ছেলেকে পাঠাতে রাজি না হয়ে টাকা ফেরত চায় আব্দুল হাই। এতে ক্ষিপ্ত হয়ে আদম বেপারি জয়নাল মিয়া তার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গত ২৬ জুলাই সোমবার সকালে আব্দুল হাই এর বাড়িতে হামলা চালায়। এসময় জয়নাল বাহিনী আব্দুল হাইয়ের বাড়িতে নারকীয় তান্ডব চালিয়ে বাড়িঘর ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণালংকার এবং ২টি গরু লুট করে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরির্দশনের খবর পেয়ে গরু ২টি ফেরত দিয়ে যায় আব্দুল হাইয়ের বাড়িতে।
সরেজমিন পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা হলে ওই গ্রামের সিরাজ আলী (৭০), আবু বকর সিদ্দিক (৫০), আঃ সালাম(৪০) সাংবাদিকদের জানান, বিদেশ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জয়নাল ও তার লোকজন যে তান্ডব চালিয়েছে তা সম্পূর্ণ বেআইনি ও অমানবিক।
মামলার বাদি আব্দুল হাই জানান, জয়নাল বাহিনী আমার উপর যে নির্যাতন ও লুটপাট চালিয়েছে আমি তার উপযুক্ত বিচার চাই।
আদম বেপারি জয়নাল মিয়া জানান, আমি বিগত সময়ে ৮/৯ জনকে বিদেশে পাঠিয়েছি, কোন সমস্যা হয়নি। আমার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ সম্পুর্ণ মিথ্যা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জিহাদ জানান, মামলাটির তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।