করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শিক্ষা প্রতিষ্ঠান ফের বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া ১২ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়ার বিষয়ে এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়নি, অনুমোদন পেলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ আবারো বেড়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। পরে করোনা টিকা প্রসঙ্গে বলেন, ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ করে টিকা দেশে আসবে। টিকা পর্যাপ্ত পাওয়া সাপেক্ষে আবারো গণটিকা কার্যক্রম শুরু হবে।
প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রোববার থেকে খুলছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ কমে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।