নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। আগের ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এ ম্যাচে একাধিক পরিবর্তন এনেছে টাইগাররা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচে স্কোয়াডের বাকিদের সুযোগ দিতে আগের ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান যে বিশ্রাম পাচ্ছেন সেটি আগেই জানা ছিল। তাদের সঙ্গে শেষ ম্যাচের একাদশে নেই শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এই চার ক্রিকেটের পরিবর্তে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
এ ম্যাচে নিউজল্যান্ড দলেও আছে একাধিক পরিবর্তন। টম ব্লানডেল, হামিশ ব্যানেট, ব্লেয়ার টিকনাররা একাদশে জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্কট কুগেলেইন, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।
দুই দলের একাদশ-
বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ
নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম লাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, জ্যাকব ডাফি, এজাজ পেটেল, বেন সিয়ার্স।