সাফ আয়োজনে খুবই আগ্রহী ছিল নেপাল। শেষ পর্যন্ত নেপালের পরিবর্তে মালদ্বীপ সাফের আয়োজক। মালদ্বীপ সাফের আয়োজক হলেও সাফ কংগ্রেসের ভেন্যু নেপালের কাঠমান্ডু। ২৭ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে হবে এই সভা।
১ অক্টোবর সাফ শুরু হচ্ছে মালদ্বীপের মালেতে। এর তিন দিন আগে নেপালে কংগ্রেস। মালেতে না করে কাঠমান্ডুতে কংগ্রেস করার পেছনে কারণ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘সাফের কংগ্রেসের ভেন্যু নেপালের কাঠমান্ডু আগে থেকেই নির্ধারিত। এজন্য আমরা কাঠমান্ডুতে রাখছি।’
কাঠমান্ডুর সঙ্গে সরাসরি ফ্লাইট নেই ঢাকার। সাফের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় বাংলাদেশের। কাঠমান্ডুর সভায় যোগ দিতে একটু বিড়ম্বনা পোহাতে হলেও সভা পেছানোর সুযোগ নেই, ‘দুবাই অথবা দোহা ঘুরে যেতে হবে। সশরীরে সভা করা জরুরি। সামনে অনেকগুলো জুনিয়র টুর্নামেন্ট রয়েছে। সেই টুর্নামেন্টগুলো নিয়ে সিদ্ধান্তে আসতে হবে। এএফসির সঙ্গে কিছু বিষয় জড়িত রয়েছে।’
দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টুর্নামেন্ট সাফ। প্রথমবারের মতো একক আয়োজক মালদ্বীপ। অংশগ্রহণকারী দেশের সকল কর্মকর্তাই আসবেন মালেতে। সেই মালেতে কংগ্রেস করলে সাফের খরচ অনেক বাড়বে।