৫ জুলাই ২০২২, ২১ আষাঢ় ১৪২৯, মঙ্গলবার, ঢাকা, বাংলাদেশ
আমিরাতে আড়াই কোটি টাকা লটারি জিতলেন বাংলাদেশি
আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্রয়ের সবশেষ বিজয়ী হয়েছেন এক বাংলাদেশি।
দুবাইয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানটির ৪৬তম সপ্তাহের দ্বিতীয় বিজয়ী হিসাবে এ পুরস্কার পাচ্ছেন তিনি। বিজয়ী ওই বাংলাদেশির নাম জানা যায়নি। খালিজ টাইমস
শনিবার রাতে অনুষ্ঠিত লটারির ড্রতে বাংলাদেশি ওই নাগরিক আমিরাতি ১০ লাখ দিরহাম (বাংলাদেশি প্রায় ২ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ১৬ টাকা) জিতেন।
প্রথম পুরস্কার ৫০ মিলিয়ন দিরহাম। তবে এখন পর্যন্ত বহুল আকাক্সিক্ষত প্রথম পুরস্কার বিজয়ীকে পাওয়া যায়নি।