গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং সাবেক শিক্ষার্থী উপদেষ্টা কাজী মসিউর রহমান রাজিবের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় হত্যাকান্ডের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০.০০ টায় ঘোনাপাড়া সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, শিক্ষক হত্যাকান্ডের বিচার সহ বিভিন্ন রুটে চলাচলকারী ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, লাইসেন্সবিহীন ড্রাইভারদের নিষিদ্ধ ও বেপরোয়া গাড়ি চালানো বন্ধসহ দুর্ঘটনারোধে কঠোর শাস্তির পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
এছাড়াও বিভিন্ন প্লা কার্ড হাতে হত্যাকান্ডের বিচার দাবি করেছেন তারা। প্লা কার্ডে লেখা ছিল, "জীবনের আগে জীবিকা নয় সড়ক দুর্ঘটনা আর নয়, দাবি আছে একটাই নিরাপদ সড়ক চাই, তোমার মোটর গাড়ির অনিয়ন্ত্রিত গতি তোমার আমার উভয়ের জীবনের ক্ষতি, পথ যেন না হয় মৃত্যুর পথ যেন হয় শান্তির।"
উল্লেখ্য, গত (১৩ অক্টোবর) গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মশিউর রহমান রাজিব পিরোজপুরের নাজিরপুরে বিকালে কবিরাজ বাড়ি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।