শনিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদনগরের একটি সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে অন্তত ১০ জন নিহত এবং বেশ কজন আহত হয়েছে। এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ভারতীয় শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, নিহতরা সবাই কভিড-১৯ রোগী ছিলেন।
এটি সর্বসম্প্রতি ঘটে যাওয়া সিরিজ অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ধরনের ঘটনাগুলো ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ এখনও আজকের অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ব্যস্ত। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা পি ডি গ্যান্ডাল বলেন, ১৭ আইসিইউ রোগীর মধ্যে মাত্র সাতজনকে আগুন থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, পাঁচজনের স্থিতিশীল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোগীদের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেন এবং সমবেদনা জানিয়ে লেখেন, 'আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।'
সূত্র : রয়টার্স, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস