মল্লিক আবুল কালাম খোকনঃ
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রেলি, আলোচনা সভা,ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৬ টায় যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি'র প্রতিকৃতিতে মাল্যদান,সকাল ১০ টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে যুবলীগের একটি বিশাল রেলি মোরেলগঞ্জের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাপড়িয়া পট্রিতে এক আলোচনা সভায় মিলিত হয়ে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ এর সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাধরন সম্পাদক এম এমদাদুল হক এমদাদ,পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক হারুন অর
রশীদ,
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নব- নির্বাচিত খাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ইলিয়াছ হোসেন দুলালা,পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু,যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম,প্রমুখ।সভা শেষে ১৫ আগস্ট শাহাদাৎ বরন কারী বঙ্গবন্ধুর,তার পরিবার ও যুবলীগের প্রতিষ্ঠাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।