গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২.০০ টায় ইতিহাস বিভাগের চেয়ারম্যান সানজিদা পারভীন -এর সভাপতিত্বে জমকালো আয়োজনে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, নবীন, নব্য সিনিয়র এবং তৃতীয় ও চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন চৌধুরী এবং একই বর্ষের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা।
অনুষ্ঠানের প্রথমে তেলাওয়াত, গীতা পাঠ, শুভেচ্ছা বক্তব্য এবং পরবর্তীতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান (নাচ, গান, আবৃত্তি, কবিতা ইত্যাদি) পরিবেশিত হয়। প্রোগ্রামে শিক্ষকদের বক্তব্যের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রবীণ শিক্ষার্থীরাও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।